Wednesday, January 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিক ডেস্কপ্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

প্রায় ৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার

স্বাধীনতা দিবস উপলক্ষে ১৮০ বিদেশি নাগরিকসহ ৫ হাজার ৮৬৪ বন্দীকে সাধারণ ক্ষমার অধীন মুক্তি দেবে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ২০২১ সাল থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই বছর দেশটির সামরিক বাহিনী নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ও গণতন্ত্রপন্থী আন্দোলনকে সহিংসভাবে দমন করে। ফলে দেশজুড়ে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। জান্তা সরকার বলেছে, চলতি বছর তারা জাতীয় নির্বাচন দেবে। তবে বিরোধী দলগুলো এ পরিকল্পনাকে ভুয়া উল্লেখ করে নিন্দা জানিয়েছে। জান্তা সরকারের হাতে বন্দী হয়ে যাঁরা এখনো কারাবাস করছেন, তাঁদের মধ্যে আছেন মিয়ানমারের সাবেক নেতা অং সান সু চি। ৭৯ বছর বয়সী সু চি উসকানি, নির্বাচনে কারচুপি, দুর্নীতিসহ ১৪টি ফৌজদারি অভিযোগে ২৭ বছরের সাজা ভোগ করছেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জান্তা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে একটি প্রতিশ্রুতিশীল আন্তর্জাতিক বাজার হিসেবে দেখা হতো।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য