বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে ঘিরে জমে উঠেছে চট্টগ্রাম। তারই আনুষ্ঠানিকতা হিসেবে আজ চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউতে দুটি দলের অধিনায়কদের উপস্থিতিতে উন্মোচিত হলো সিরিজের আকাঙ্ক্ষিত ট্রফি। এমএ আজিজ স্টেডিয়ামের মূল গেটের বিপরীতে অবস্থিত এই পাঁচতারকা হোটেলে দুপুর ১১টা ৪৫ মিনিটে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে উন্মোচিত হয় ট্রফি।
এর আগে দেশের তিন ঐতিহাসিক স্থানে ট্রফি উন্মোচনের আয়োজন করলেও আবার সেই হোটেল আঙ্গিনাতেই ফিরে এসেছে বিসিবি। তবে পাঁচতারকা হোটেলে আয়োজনের কমতি রাখেনি ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে আইরিশদের আগেই হোয়াইটওয়াশ করেছে। এবার চোখ টি-টোয়েন্টি সিরিজের দিকে। আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার শেষ সুযোগ আইরিশদের বিপক্ষে। তাই প্রতিপক্ষকে হারানো তো বটেই, বাংলাদেশের লক্ষ্য থাকবে নিজেদের ব্যক্তিগত উন্নয়নের দিকেও।



