নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়র বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ঠাকুরগাওয়ের ১০ম হতে ২০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে ঠাকুরগাঁও কল্যাণ পরিষদ”গঠন করা হয়েছে। গত ১৫ নভেম্বর সভার সিদ্ধান্ত অনুযায়ী “বাংলাদেশ সচিবালয়ে ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলার কর্মরতদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কৃতি সন্তান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক পদে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের যুগ্ম-মহাসচিব মোঃ ওবায়দুল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্ব াচিত হয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মরত পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোঃ নাজমুল হুদা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কৃষি মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নূর আলম (সিনিয়র সহ সভাপতি), বাণিজ্য মন্ত্রণালয়ে কর্মরত মোঃ মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কর্মরত মোঃ মামুনুর রশীদ (সিনিয়র সহ সভাপতি), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মোঃ সাজেদুর রহমান সাজু (সিনিয়র সহ সভাপতি), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কর্মরত মোঃ ইউসুফ আলী (যুগ্ম-সাধারণ সম্পাদক), শিল্প মন্ত্রণালয়ে কর্মরত মোঃ নুরুজ্জামান (সহ-সাংগঠনিক সম্পাদক), স্থানীয় সরকার বিভাগে কর্মরত আশরাফুল মখলূ (দপ্তর সম্পাদক), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত সোহেল আরমান সবুজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মাদ্রাসা ও কারিগরি বিভাগে কর্মরত নাজমুন নাহার কেয়া (মহিলা সম্পাদিকা), খাদ্য মন্ত্রণালয়ে কর্মরত মোঃ জুয়েল রানা (শিক্ষা বিষয়ক সম্পাদক), আইন ও বিচার বিভাগে কর্মরত শরিফুল ইসলাম সুমন (ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে কর্মরত আব্দুস সবুর (ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত মামুন হক ও অর্থ বিভাগে কর্মরত তাহমিনা আলম তৃষ্টি নির্বাহী সদস্য নির্বকাচিত হয়েছেন।
কমিটির সভাপতি নাজমুল হুদা বলেন, ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে হলে, একটি সংগঠন তৈরী করা প্রয়োজন। আমরা ঠাকুরগাঁও প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবো এবং সংগঠনের সকলকে সাথে নিয়ে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই।



