Wednesday, January 15, 2025
Google search engine
Homeআন্তর্জাতিক ডেস্কআকস্মিক নির্বাচন জার্মানিতে

আকস্মিক নির্বাচন জার্মানিতে

নির্ধারিত সময়ের সাত মাস আগেই পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। ইউরোপীয় ইউনিয়নে বৃহত্তম অর্থনীতির দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেওয়ায় শোলৎজের দুর্বল জোট ভেঙে যাওয়ার পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।শোলৎজ ৭৩৩ আসনের নিম্নকক্ষ বুন্ডেসটাগে ২০৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন, যেখানে ৩৯৪ জন তার বিপক্ষে ভোট দিয়েছেন এবং ১১৬ জন ভোটদানে বিরত ছিলেন। ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৬৭ রানের সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক পিছিয়ে পড়েন তিনি। আগামী ২৩ ফেব্রুয়ারি নতুন পার্লামেন্টের জন্য ভোটাভুটি হবে।

গত নভেম্বরে শোলৎজ তার অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বরখাস্ত করার পর তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ক্ষমতাসীন জোট নড়বড়ে হয়ে যায়। লিন্ডনারের ব্যবসায়ীপন্থী ফ্রি ডেমোক্র্যাটরা তখন ত্রিমুখী জোট সরকার ত্যাগ করে, শোলৎজকে ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠতা ছিনিয়ে নেয়। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত শলৎজের মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) এবং গ্রিন পার্টি পার্লামেন্টের সমর্থন ছাড়াই দেশ পরিচালনা চালিয়ে যাবে। রাজস্ব অগ্রাধিকার এবং ঋণ ব্যয় নিয়ে কয়েক মাসের অন্তর্দ্বন্দ্বের পরে নাটকীয় এই মোড়। ২০২১ সালে নতুন সরকারের প্রধান হওয়ার আগে এর আগে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শোলৎজ ফ্রি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জার্মানিতে বিনিয়োগ আটকাতে চাওয়ার অভিযোগ করেছিলেন।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য