Monday, December 23, 2024
Google search engine
Homeখেলাধুলাভারতের কাছে হেরে সুপার ফোর শুরু বাংলাদেশের

ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে গ্রুপচ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে সেরা চার দলের লড়াইয়ে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশের মেয়েরা। ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। আজ বৃস্পতিবার মালয়েশিয়ার বুয়েমাস স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রান তোলে বাংলাদেশ। ভারত ৮১ রানের লক্ষ্য টপকে যায় ৮ উইকেট আর ৪৭ বল হাতে রেখেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯ বলে ১৪ রান করেন ওপেনার মোসাম্মৎ ইভা। ১০ নম্বরে নামা হাবিবা ইসলাম করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪ বলে ১১ রান। এছাড়া ওপেনার ফাহমিদা চয়া ১৪ বলে ১০ ও নিশীতা আক্তার নিশি ১৭ বলে ১০ করেন। বাকিরা সবাই এক অংকে আটকে থাকেন।

ভারতের হয়ে ওপেনার গনগাদি তিশা খেলেন ৪৬ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস। তার সঙ্গে ১৪ বলে ২২ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিকি প্রাসাদ। ওপেনার জি কামালিনি ৪ বলে ০ ও তিনে নামা সানিকা চাকি ৯ বলে ০ রানে আউট হন। সুপার ফোরে প্রত্যেক দল দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য