Monday, December 23, 2024
Google search engine
Homeখেলাধুলাথাকছেন না আফগান সিরিজে,, হজ পালন করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

থাকছেন না আফগান সিরিজে,, হজ পালন করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাদ পড়ে মাহমুদউল্লাহ রিয়াদ ছিলেন ‘টক অব দ্য কাউন্ট্রি’। রিয়াদকে ফেরানো হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেও। জাতীয় দলে ফেরা নিয়ে নানা জল্পনার মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন মাহমুউল্লাহ রিয়াদ।  আফগানিস্তান সিরিজ চলাকালে হজ পালন করতে চান রিয়াদ। এই জন্য ২২জুন দেশ ছাড়বেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। নানা আলোচনার মাঝে নিজের ভবিষ্যত ঠিক করলেন রিয়াদ নিজেই। 

এদিকে দল থেকে বাদ পড়া রিয়াদ, বিসিবির বিশ্বকাপ ভাবনায়  আছেন তো? এমন চর্চা আর আলোচনা দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দল থেকে ছাঁটাই করা ‘সম্নানহানি’ মনে করে সমর্থকদের অনেকে। আফগানিস্তান সিরিজের মধ্য দিয়ে দলে প্রত্যাবর্তন হতে পারে রিয়াদের। এমন ভাবনাও ছিলো কারো কারো। তবে এবার এমন ভাবনার দুয়ার নিজেই আটকে দিলেন মাহমুদউল্লাহ। 

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, হজে যেতে ছুটির জন্য বোর্ডকে চিঠি দিয়েছেন রিয়াদ। সে সাথে এরই মধ্যে অনুমতিও পেয়েছেন তিনি। ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে রশিদ খানদের বিপক্ষে হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।  আর হজ পালন শেষে ৫ জুলাই দেশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ।

এদিকে বিশ্বকাপ সামনে রেখে কয়েকটি সিরিজে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে টাইগার টিম ম্যানেজম্যান্ট। গণমাধ্যমে বিশ্বকাপ চিন্তায় রিয়াদ আছেন জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল থেকে শুরু করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। রিয়াদকে এখনই বাদের চিন্তায় ফেলা হয়নি দাবি করেছেন বিসিবি সভাপতিও। 

তবে আফগান সিরিজ খেলা না হলে, পরবর্তী এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহকে পাওয়া দুরুহৃ ব্যাপার হয়ে দাঁড়াবে। আর এশিয়া কাপের দলই বিশ্বকাপ খেলতে যাবে এমন চিন্তা নিয়ে হাঁটছে বিসিবি। গত ২০২১ সালের নভেম্ববরে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। গত বছর বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে। এখন ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলে রিয়াদকে ফের কবে দেখা যাবে তা অনিশ্চিত।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য