বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব শার্লিন চোপড়া। অ্যাডাল্ট মডেলিং এবং যৌনতা বিষয়ক কাজে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত তিনি। কিন্তু আবেদনময়ী এ মডেল-অভিনেত্রী কখনো মা হতে পারবেন না! কারণ এক বিরল রোগে ভুগছেন শার্লিন। এর কারণে কোনোদিনও সন্তান ধারণ করতে পারবেন না তিনি। অর্থাৎ নিজের গর্ভ থেকে সন্তানের জন্ম দিতে পারবেন না।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস বা ‘এসএলই’ সমস্যায় আক্রান্ত শার্লিন। এই রোগে কথা প্রথম ২০২১ সালে জানতে পারেন শার্লিন। এক ধরণের অটোইমিউন রোগ এটি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শার্লিন চোপড়া বলেন, হ্যাঁ, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)।