Tuesday, January 14, 2025
Google search engine
Homeআন্তর্জাতিক ডেস্কপাল্টাপাল্টি সাইবার হামলায় জড়াচ্ছে চীন-যুক্তরাষ্ট্র

পাল্টাপাল্টি সাইবার হামলায় জড়াচ্ছে চীন-যুক্তরাষ্ট্র

জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স (এসডব্লিউপি) অনুসারে, ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী সাইবার হামলা বাড়ছে। ২০১৪ সালে সাইবার আক্রমণের ঘটনা ছিল মাত্র ১০৭টি, তা ২০২৩ সালে এসে ৭২৩টিতে দাঁড়ায়। এর মধ্যে পাল্টাপাল্টি সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে হামলার ঘটনাও বাড়ছে। চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এতে গোপনীয় নথি হাতিয়ে নেওয়া হয়েছে। অবশ্য বেইজিং একে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে।

এর আগে বেইজিংয়ের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠানে দুটি বড় সাইবার হামলার অভিযোগ করা হয়। সাইবার যুদ্ধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মুখে দুই দেশের এ বিষয়ে সাইবার হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেনসিক তদন্তকারীরা এ ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য