Monday, June 24, 2024
Google search engine
Homeতথ্যপ্রযুক্তিডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ডিজিটাল বাংলাদেশ দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে রবিবার ১০ ফ্রিল্যান্সার ও একটি পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানকে সম্মননা দিলো বিএফডিএস। সন্ধ্যায় মিরপুরের একটি কনভেনসন সেন্টারে নির্বাচিতদের হতো ডিজিটাল সার্ভিসেস অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তাফা কামাল।

সম্মাননা অর্জনকারীরা হলেন- ফ্রিল্যান্সার নাহিদা আক্তার, সায়মা শওকত, আব্দুল্লাহ আল ফারুক অন্তু , মোঃ রেজুয়ান আহমেদ বাপ্পী, জাকারিয়া স্বপন, ফারজুক আহমেদ, নাফিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান, ইরফানুর রহমান এবং মিনহাজুল আসিফ।

ফ্রিল্যান্সারদের আয় ও কাজের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেয়া হয় বলে জানিয়েছেন বিএফডিএস সভাপতি তানজিবা রহমান।

এ উপলক্ষে ফ্রিল্যান্সারদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই ফ্রিল্যান্সারদের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো তুলে ধরার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোস্তাফা কামাল।

এসময় বাংলাদেশের টাকা নিয়ে প্রবাসে গিয়ে তারপর বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। কিন্তু ফ্রিল্যান্সাররা টাকা খরচ না করে দেশে বসেই রেমিটেন্স আনছে। কিন্তু ব্যাংক থেকে ফ্রিল্যান্সারদের ইনসেনটিভ কেটে নেয়া হচ্ছে। আইসিটি বিভাগ উপজেলা ভিত্তিক যে প্রশিক্ষণ দেয়া হবে তা যেন সত্যিকারের ফ্রিল্যান্সার বানানো হয়।

জবাবে মোস্তাফা কামাল জানিয়েছেন, আগামী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ফ্রিল্যান্সাররা ডলার আয় করার পরই সনদ বা স্বীকৃতি পাবেন। আগামীতে ফ্রিল্যান্সাররাও যেনো সিআইপি মর্যাদা পায় তা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা নেয়া হচ্ছে। গ্রামের ছেলে-মেয়েরা যেন টাকা খরচ করে বিদেশে না যেয়ে ফ্রিল্যান্সার হয়ে আয় করতে পারে সেই জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফ্রিল্যান্সিং এর পর এবার ন্যানো টেকনোলজি নিয়েও আমরা কাজ শুরু করেছি।    

 মোস্তাফা কামাল আরো বলেছেন, আমরা চাই ফ্রিল্যান্সাররা যেনো সবাইকে নিয়ে ভালো থাকতে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠান গড়ে তুলেন। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনারা সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ হন। দেশের মধ্যেও এর বড় বাজার আছে। দেশের ব্যাংক এর নিরাপত্তা জোরদার করতে আমরা এখন বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয় অন্তর্ভূক্ত করছি। আমরা যেনো পরাধীন না থাকি। আমরাও তাইওয়ানের মতো হতে চাই।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা ব্যাংক ডেপুটি ম্যানেজার মোঃ সাদিকুর রহমান বলেন, আমরা ফ্রিল্যান্সিং-কে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এ জন্য প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সারদের পাশাপাশি একেবারে নতুন ফ্রিল্যান্সারদেরও আমাদের প্লাটফর্মে আনতে চাই। একটি টেকসই ইকোসিস্টেম গড়ে তুলতে একটি কাঠামো তৈরি করছি।

কেবল ব্যক্তি পর্যায়েই নয়; প্রাতিষ্ঠানিক পর্যায়েও ফ্রিল্যান্সারদের পাশাপাশি প্রযুক্তি খাতে যেন ব্যাংকগুলো ক্রেডিট ফ্যাসিলিটি ইনহেন্স করে সে বিষয়ে গুরুত্বারোপ করেন বেসিস পরিচালক আহমেদুল ইসলাম বাবু। এছাড়াও ফ্রিল্যান্সারদের কম মূল্য এবং সাধ্যের অতিরিক্ত প্রতিশ্রুতি না দেয়ার আহ্বান জানান তিনি।

এইচটিপিপুল এর পার্টনার ডাইরেক্টর মুনাফ মজিব চৌধুরী দক্ষতার চেয়েও ফ্রিল্যান্সারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ‘সময়’। এই সময়ের সর্বোত্তম ব্যবহারে ফেসবুক’র অ্যালগরিদমকে কতটা নিজেদের অপারচুনিটি তৈরিতে ব্যবহার করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। কমিউনিটি বিল্ডআপ করতে চেষ্টা করছি। যারা আমাদের অংশীদার নয় তাদেরও প্রশিক্ষণ দিচ্ছি।   

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বাধীন হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চেয়্যারম্যান নাজমুল ইসলাম ও বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়্যারম্যান, সাহিত্যিক সংগঠক জসিম উদ্দিন জয়। আবৃত্তি, নৃত্য আর অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments