Tuesday, December 24, 2024
Google search engine
Homeবিনোদনরহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

রহস্য ফাঁস করলেন ক্যাটরিনা

বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ শুধু স্বামী ভিকি কৌশলের মন জয় করেননি, শাশুড়িও তার কথা কাজে ভীষণ মুগ্ধ। ক্যাট ভিন্ন সংস্কৃতিতে বড় হয়েছেন। কিন্তু ভিকির সঙ্গে বিয়ের পরে তিনি পুরোপুরি পঞ্জাবি পরিবারের মানুষে পরিণত হয়েছেন।

সম্প্রতি ক্যাটের শাশুড়ি বীণা কৌশলের সঙ্গে শিরডি সাঁইবাবার মন্দিরে গিয়েছিলেন। শাশুড়ি-বৌমার এ জুটি দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। এখানেই শেষ নয় শাশুড়ি-বৌমার রসায়ন। ক্যাটরিনার প্রতি যথেষ্ট খেয়ালও রাখেন ভিকির মা।

ক্যাটরিনার কালো রেশমি চুলের পেছনে তার নাকি অনেক ভূমিকা রয়েছে। নিজে হাতে নাকি ক্যাটরিনার জন্য বিশেষ এক ধরনের তেল তৈরি করে দেন বীণা কৌশল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছেন তার শাশুড়ির তৈরি এ বিশেষ তেলের কথা। তিনি বলেন, ‘আমার শাশুড়ি মা একটা তেল তৈরি করে দেন। তেল, আমলকি, অ্যাভাকাডোর সঙ্গে আরও কিছু মিশিয়ে একটা তেল বানান। এই তেল সত্যিই চুলের পক্ষে খুব উপকারি।’

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য