Wednesday, January 15, 2025
Google search engine
Homeবিনোদনমুক্তির অপেক্ষায় ‘বিলডাকিনি’, পোস্টার উন্মোচন

মুক্তির অপেক্ষায় ‘বিলডাকিনি’, পোস্টার উন্মোচন

অবশেষে উন্মোচিত হলো পোস্টার। নিজের সিনেমার পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে ‘বিলডাকিনি’র মুক্তিযাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফজলুল কবীর তুহিন।

শুক্রবার (১০ জানুয়ারি) চলচ্চিত্রটির মুক্তির তারিখ ঘোষণা ও পোস্টার উন্মোচন করতে নির্মাতা ও কলাকুশলীরা যান এমন একটি স্থানে যেখানে চলচ্চিত্রটি চিত্রায়িত হয়েছিল।

অর্থাৎ শুটিং স্পটে দাঁড়িয়েই পোস্টার উন্মোচন করেন সকলে-ঘোষণা করলেন মুক্তিযাত্রা। এ সময় জানানো হয় ছবিটি আগামী ২৪ জানুয়ারি দেশের সব সিনেপ্লেক্সসহ আরো কিছু হলে মুক্তি পেতে যাচ্ছে।

পোস্টারে চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মোশারররফ করিমের পাশাপাশি দেখা গেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্রকে। এর আগে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষিক্ত হন পার্নো।

পোস্টার উন্মোচনের পাশাপাশি কেক কেটে ছবিটির মুক্তিযাত্রা উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা ফজলুল কবীর তুহিন, প্রযোজক মমিন খান, মোশাররফ করিম, অভিনেতা শেখ মাহবুব, উজ্জল মাহমুদ প্রমুখ।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য