Monday, December 23, 2024
Google search engine
Homeরাজনীতিবঙ্গভবনের সামনে বিক্ষোভে দুই শিক্ষার্থীসহ আহত তিন

বঙ্গভবনের সামনে বিক্ষোভে দুই শিক্ষার্থীসহ আহত তিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভের সময় সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে বঙ্গভবনের সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন দুই থেকে আড়াই শ বিক্ষোভকারী। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশের সদস্যরা তাঁদের বাধা দেন। বিক্ষোভকারী ব্যক্তিদের সামলাতে ৮টা ২৫ মিনিটে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ পরিস্থিতির মধ্যে তিনজন আহত হন। এতে উত্তেজনা আরও বাড়ে। পুলিশের ওপর হামলার চেষ্টা করেন বিক্ষোভকারী ব্যক্তিরা। এদিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যক্তিরা হলেন ফয়সাল আহমেদ, আরিফ খান ও শফিকুল ইসলাম। তাঁদের মধ্যে আরিফ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ফয়সাল ঢাকার একটি কলেজে পড়েন। আর শফিকুল ফুটপাতে দোকান করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা গুরুতর নয়।

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য