Tuesday, December 24, 2024
Google search engine
Homeবিনোদনঝড় তুলেছে খাদান, উচ্ছ্বসিত দেব

ঝড় তুলেছে খাদান, উচ্ছ্বসিত দেব

এবারের বড়দিন উপলক্ষ্যে টালিউড তারকা দেবের ‘খাদান’ সহ ৪টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো মুক্তির আগে চলচ্চিত্র বোদ্ধারা মনে করেছিলেন ‘পুষ্পা-২’র কারণে দাঁড়াতে পারবে না। কিন্তু প্রথম দুদিনের পর্যবেক্ষণে দেখা গেছে ‘খাদান’বেশ এগিয়ে রয়েছে।

টালিউড সুপারস্টার দেব অভিনীত ‘খাদান’ সিনেমার শোয়ের সংখ্যা মুক্তির পরের দিন থেকে বেড়েছে। দর্শকও সিনেমা দেখতে হলমুখী হয়েছেন। এ দৃশ্য দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। দর্শকদের ধন্যবাদ জানাতে দিলেন বিশেষ বার্তা।

‘খাদান’র মাধ্যমে প্রায় ১০ বছর পর মূল ধারার বাণিজ্যিক সিনেমায় দেবের প্রত্যাবর্তন হয়েছে। টালিউডের একটি সূত্রে জানা গেছে, দেবকে যারা ‘বাণিজ্যিক’ সিনেমা তারকা রূপে এতদিন দেখতে চেয়েছেন, তারা সিনেমা দেখতে হলে আসছেন। আজ (২২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, অনুরাগী ও দর্শকদের উদ্দেশ্যে একটি আবেগপ্রবণ পোস্ট দিয়েছেন তিনি। এতে দেব লেখেন, ‘আমি দর্শকের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। “চাঁদের পাহাড়” এবং “অ্যামাজন অভিযান”র পর “খাদান” সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

দেব তার পোস্টে দেব লেখেন, ‘কীভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি। শুধু আমি নই। “খাদান’র মাধ্যমে বাংলা সিনেমার প্রত্যাবর্তন হলো।’

সম্পূরক খবর
- Advertisment -
Google search engine

জনপ্রিয় খবর

মন্তব্য