ঈদের দিনেও ব্যাট হাতে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন বছর পর মাগুরায় ঈদ উদযাপন করেছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ঈদে কাছে পেয়ে দারুণ উচ্ছ্বসিত স্থানীয়রাও। এর আগে মাগুরায় বাবা, মা ও স্কুলের বন্ধুদের সাথে ঈদুল ফিতর উদযাপন করেন সাকিব। ঈদের নামাজ শেষে বিকেলে বন্ধুদের সাথে বাইকে ঘুরবেন সাকিব।
এদিকে বন্ধুদের নিয়ে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলেন এই অলরাউন্ডার। ঈদের আগের দিন তার বন্ধুদের সাথে অর্থাৎ, ২০০৩ সালের এসএসসি ব্যাচের ছাত্রদের সাথে মসজিদে ইফতারও করেছেন সাকিব।
সাকিব ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় নোমানী ময়দান ঈদগাহে। নামাজ শেষে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাকিব। সেই সাথে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাপ্টেন।
নামাজ শেষে বাড়িতে ফেরেন সাকিব। এরপরেই ব্যাট হাতে নেমে পড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাইক চালাতে খুবই পছন্দ করেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সে কারণেই হয়তো বাইক নিয়ে মাগুরার পথঘাটে ছুটবেন সাকিব নিশ্চিত করছেন তার বন্ধু নয়ন খান।